তুমি নারী
কোথায় তোমার ঠিকানা?
কোথায় তোমার বাড়ি?
যখন ছোট্ট ছিলি
সবাই বলতো তুমি একজন অতিথি
সেই কথা টির মানে কি.
তুমি নারী
কোথায় তোমার ঠিকানা?
কোথায় তোমার বাড়ি?
বিয়ে হবে যখন
স্বামীর হাতে তুলে দিয়ে
মা বলবে তখন
সেটাই তোমার আসল বাড়ি
বোকা মেয়ে
নিজের বাড়ি শুনে হয়তো হবে মহা খুশি
কিন্তু তুমি কি জানো
সেখানে তুমি শুধু মাত্র একজন কর্মী
নিঃশব্দ হয়ে থাকো যদি
সবাই ডাকবে তোমায় ঘরের লক্ষী
এই হলো তোমার পরিচয়
তুমি একজন নারী
নেই কোনো ঠিকানা
নেই কোনো বাড়ি.
স্বামীর বাড়ি যদি ছেড়ে যাও
এই দুনিয়ার মানুষ করবে তোমায় অপমান
সবাই অনুভব করাবে তোমাকে
স্বামী থাকলে তুমি মূল্যবান
স্বামী ছাড়া তোমার নেই কোনো দাম
আপন মানুষ হবে পর
বন্ধুরা করবে সমালোচনা
তুলবে সবাই আঙ্গুল,
বলবে সবাই, তোমারি হয়েছে কোনো ভুল
নিশ্চয় তুমি কথা শোনো নি
হয়তো করো নি কোনো ঠিক কাজ
সবাই লাগাবে তোমার চরিত্রে কালো দাগ
বলবে সবাই
এত বছর হয়ে গেছে
আর একটু না হয় থাক
বাচ্চা গুলো তোমার বড় হয়ে যাক.
তুমি নারী
আপষ তোমারি করতে হবে
খুশির কোরবানি দিয়ে যাবে
বিয়েটি শুধু তোমারি দায়িত্ব
যদি না রক্ষা করতে পারো
তাহলে দুনিয়ার মানুষের কাছে তুমি বের্থ
এখন বলো পারবে কি তুমি?
কাটিয়ে উঠতে এই ঝড়?
যদি পারো তাহলে নতুন ইতিহাস তৈরী করো
তুমি একজন নারী
সবাই তোমাকে ডাকে সহ্য করি
কিন্তু স্বামীর মতো তোমার ও আছে সমান অধিকার
মনে রেখো তোমার স্বামী কে ও জন্ম দিয়েছেন একজন নারী
তোমাকেই তৈরি করতে হবে
নিজের ঠিকানা, নিজের বাড়ি
তুমি দুর্বল নোউ
আসল সত্য হল
মানুষ তোমার ক্ষমতা কে ভয় পায়
তাই তোমাকে নারী বলে নিচু দেখায়
অবহেলা করে
জেগে উঠো নারী জাতি
বালিকা, বিবাহিতা, অবিবাহিতা কিংবা তালাকপ্রাপ্তি
প্রতি টি মানুষই সুখী হবার সমান অধিকারী